ক্রীড়া প্রতিবেদক
মাত্র ২৭ বল খেলে টি-২০ জয়ের কীর্তি গড়েছে এশিয়া কাপের আয়োজক ভারত। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট করে দিয়েছিল সূর্যকুমার যাদবের দল। এরপর ৪.৩ ওভারে ৯ উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করেছে টুর্নামেন্টের ফেবারিট ভারত।
বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় ভারত। তখনই বোঝা গিয়েছিল উইকেটে বিশেষ কিছু অঁত পেতে আছে। লেগ স্পিনার কুলদীপ যাদব চারটি ও পেস অলরাউন্ডার শিভাম দুবে ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেয় আরব আমিরাতকে।
দলটির হয়ে ওপেনার আলিসান শারাফু ১৭ বলে ২২ রান করেন। অন্য ওপেনার মোহাম্মদ ওয়াসিম ২২ বলে ১৯ রান করে আউট হন। দলটির আর কোন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান নিতে পারেননি।
জবাব দিতে নেমে ৩.৫ ওভারে ৪৮ রানের জুটি দিয়ে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তিনি ১৬ বলে তিন ছক্কা ও দুই চারে ৩০ রান করেন। শুভমন গিল ৯ বলে ২০ রানের হার না মানা ইনিংস খেলেন। বলের হিসেবে ভারত টি-২০ সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে। এর আগে ২০১৭ সালে রাচিতে অস্ট্রেলিয়াকে ৩৩ বল খেলে ৯ উইকেটে হারিয়েছিল ভারত।