২৯ ডিসেম্বর শুরু আইজিপি কাপ কাবাডির চূড়ান্ত পর্ব

ক্রীড়া প্রতিবেদক

২৯ ডিসেম্বর শুরু হচ্ছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপের বালক ও বালিকা বিভাগের চূড়ান্ত পর্বের খেলা। ২ জানুয়ারি শেষ হবে অনূর্ধ্ব-১৯ বয়সভিত্তিক এ প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বের খেলাগুলো পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে।

উপজেলা ও জেলা পর্যায় শেষে এরই মধ্যে বিভাগীয় পর্বের খেলা শুরু হয়েছে। বালক বিভাগে ৫৮ ও বালিকা বিভাগে ৫১ জেলা এ পর্বে অংশগ্রহণ করছে। দলগুলোকে ৮ অঞ্চলে ভাগ করা হয়েছে। দুই বিভাগে আট অঞ্চলের শীর্ষ দুটি করে দল শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।

আজ কাবাডি ফেডারেশনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের লোগো উন্মোচন হয়েছে। এসময় প্রতিযোগিতার নানা তথ্য তুলে ধরেন আয়োজকরা। সম্মেলনে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও পৃষ্ঠপোষক রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক এবং যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বালক বিভাগে ৫৮ জেলার ৪১৭ উপজেলার ৪১৭১ ইউনিয়ন ও বালিকা বিভাগে ৫১ জেলার ৩৯৮ উপজেলার ৩৮৯৭ ইউনিয়ন অংশগ্রহণ করেছে। বালক বিভাগে ৫০,০৫২ জন খেলোয়াড় ও ১২,৫১৩ কোচ-কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। বালিকা বিভাগে ৪৬,৭৬৪ খেলোয়াড় ও ১১,৬৯১১ কোচ-কর্মকর্তা অংশ নিয়েছেন।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.