বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সাত ভেন্যু চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ১২ দলের পেশাদার লিগের খেলা হবে ৭টি ভেন্যুতে। লিগ কমিটির সভায় নতুন ভেন্যু হিসেবে অনুমোদন দেয়া হয়েছে বসুন্ধরা কমপ্লেক্সকে। এছাড়া বাকি ছয়টি ভেন্যু হচ্ছে সিলেট, মুন্সিগঞ্জ, রাজশাহী, গোপালগঞ্জ, টঙ্গী, ও কুমিল্লা। তবে কুমিল্লা ভেন্যুর কাজ কিছু বাকি থাকায় সেখানে খেলা শুরু হবে দ্বিতীয় রাউন্ড থেকে।

যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় ভেন্যুর তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ময়মনসিংহ ও টাঙ্গাইলকে।বসুন্ধরা আবাসিক এলাকায় যাতায়াতে বিধি নিষেধ থাকলেও ম্যাচের দিন সমর্থকরা নির্বিঘ্নে খেলা দেখতে পারবেন বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।  

লিগ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে রেফারিজ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর কাছে জানতে চাওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিদেশী রেফারি থাকবে কিনা। তিনি জানিয়েছেন, ‘সভাপতি যেহেতু বলেছেন যদি এমন কোন অবস্থা তৈরী হয় যেখানে বিদেশী রেফারির প্রয়োজনের হতে পারে সেক্ষেত্রে আমরা বিবেচনায় নিতে পারি’। পেশাদার লিগ কমিটির আজকের সভায় আরও সিদ্ধান্ত হয়েছে প্রিমিয়ার লিগের দলগুলোর অনূর্ধ্ব-১৮ পর্যায়ে এবার টুর্নামেন্ট না হয়ে লিগ অনুষ্ঠিত হবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.