‘বসুন্ধরা কমপ্লেক্স দিয়ে বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হবো’

মো: শফিকুল আলম

বাংলাদেশের ফুটবলে ইতিহাস গড়তে যাচ্ছে বসুন্ধরা কিংস। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংস খেলবে নিজস্ব ভেন্যুতে। বাংলাদেশের কোন ক্লাবের জন্য যা হবে প্রথম। বসুন্ধরা কমপ্লেক্সে ফুটবল স্টেডিয়ামের কাজ শেষ পর্যায়ে। নতুন এই ভেন্যু নিয়ে খেলা প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। স্বাক্ষাৎকার নিয়েছেন মো: শফিকুল আলাম।

প্রশ্ন: বাংলাদেশের ফুটবলে আপনারা ইতিহাস গড়তে যাচ্ছেন। আত্নতৃপ্তির জায়গা আসলে কতটুকু?

ইমরুল হাসান: নি:সন্দেহে এটা গৌরবের বিষয় আমাদের জন্য। উপমহাদেশ কেন আমি যত দূর জানি সাউথ ইস্ট এশিয়াতেও প্রথম কোন ক্লাব তার নিজস্ব ভেন্যুতে খেলতে যাচ্ছে। এটা আমাদের জন্য গৌরব। আর আত্নতৃপ্তির কথা এখনই আসছে না। আরও কিছুদিন পর যখন এই ভেন্যুকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারব তখন হয়তো আমরা আত্নতৃপ্তি খুঁজে পাব। ফুটবলে যখন আমরা আসি আমাদের কয়েকটি উদ্দেশ্য ছিল, যেমন দর্শকরা যারা মাঠ থেকে ফিরে গেছে তাদের আবার মাঠমুখী করা। ফুটবলের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি বিশ্ব দরবারে তুলে ধরা। আমি মনে করি এই ভেন্যুর মাধ্যমে বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিকভাবে পরিচিতি করাতে সক্ষম হবো।

প্রশ্ন: আগামী ৩ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। তার আগে আপনাদের ভেন্যু প্রস্তুত করতে হবে। এখন যা অবস্থা তাতে কি কি কাজ বাকি আছে?

ইমরুল হাসান: যেসব টুক টাক কাজ রয়ে গেছে ২৫ তারিখের মধ্যে আমরা সেসব শেষ করতে পারবো বলে আশাবাদী। যেমন ড্রেসিং রুমের কাজ এখন চলছে। প্রায় শেষ পর্যায়ে রয়েছে দু’টো ড্রেসিং রুম, বিএফএফ সেক্রেটারিয়েট, মেডিকেল রুম, ডোপ টেস্ট, রেফারিজ কমিটি, প্রেস বক্স। সব কাজ চলছে। আমরা আশা করছি ২৫ তারিখের মধ্যে একটা শেপে চলে আসতে পারবো।

প্রশ্ন: আমাদের যেসব মাঠ রয়েছে বর্ষাকালে সেগুলো খেলার অনুপযোগী হয়ে পড়ে। এই বিষয়টাকে চিন্তায় রেখে আপনারা কি ব্যবস্থা রেখেছেন বসুন্ধরা কমপ্লেক্সের ফুটবল মাঠে?

ইমরুল হাসান: আমাদের এখানে পানি নিষ্কাশন সুবিধা অনেক আধুনিক। এখানে প্রচন্ড বৃষ্টিতেও দশ মিনিটের মধ্যে মাঠ থেকে পানি সরে যাবে। আমরা আশবাদী পুরো বর্ষা মৌসুমে এখানে খেলার কোন বিঘ্ন ঘটবে না।

প্রশ্ন: এই ভেন্যুতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। বিশ্বের কোন নামী দামী ক্লাবকে এখানে আনার কোন চিন্তা ভাবনা কি আছে?

ইমরুল হাসান: এবার আমরা লিগ শুরু করতে যাচ্ছি নিজস্ব ভেন্যু হিসেবে। আমাদের যখন সব কাজ শেষ হয়ে যাবে, আনুষ্ঠানিক উদ্বোধন যখন আমরা করবো, তখন আমাদের ইচ্ছা আছে বসুন্ধরা কিংসের সঙ্গে আন্তর্জাতিক কোন ক্লাবের ম্যাচ আয়োজনের। হতে পারে সেটা এশিয়ান কোন বড় ক্লাব অথবা ইউরোপের কোন ক্লাব। সেই উদ্বোধন অনেক আড়ম্বরপূর্ণ হবে। আমরা আশা করছি সেটা হয়তো পরবর্তী সিজনের পূর্বেই করতে পারবো।

প্রশ্ন: প্রিমিয়ার লিগের যখন খেলা চলবে তখন আপনাদের ভেন্যুতে দর্শকদের আসা যাওয়ার জন্য কি কোন ব্যবস্থা থাকবে?

ইমরুল হাসান: বসুন্ধরা হচ্ছে সম্পূর্ণ আবাসিক এলাকা। নিরাপত্তার খাতিরেই স্বাভাবিক সময়ে জনসমাগমের বিধি নিষেধ আমরা কিছুটা আরোপ করে থাকি। কিন্তু যেদিন খেলা থাকবে দর্শকদের মাঠে আনার জন্য আমাদের বেশ কিছু ব্যবস্থা থাকবে। যেমন তিনটা প্রবেশ মুখে আমরা বাস রেখে দেব। যারা মাঠে আসবেন টিকেট দেখিয়ে সেই বাসের মাধ্যমে মাঠে আসতে পারবেন। আবার খেলা শেষ হলে আমরা দর্শকদের সেই প্রবেশ মুখে পৌছে দেব। সুতরাং দর্শকদের আসার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা থাকবে বলে আমার মনে হয়না।

প্রশ্ন: নতুন ভেন্যুতে খেলা হবে। আপনাদের কি কোন প্রচার প্রচারণা থাকবে?

ইমরুল হাসান: ২৫ তারিখে ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল আবার আসবেন ভেন্যু পরিদর্শনে। তারা যখন আমাদের ফাইনাল গ্রিন সিগন্যাল দেবেন তার পর থেকে আমরা প্রচার প্রচারণায় নেমে যাব।

প্রশ্ন: মাঠে যেসব দর্শক আসবে তাদের জন্য কি বিশেষ কোন আয়োজন থাকবে?

ইমরুল হাসান: আমাদের পরিকল্পনায় কিছু আছে। এই মুহূর্তে সেটার বিস্তারিত জানাচ্ছি না। ২৫ তারিখের পর আনুষ্ঠানিকভাবে জানতে পারলেই আমরা সেটা প্রকাশ করবো।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.