ক্রীড়া প্রতিবেদক
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বাছাইপর্বের শেষ ম্যাচে আজ শ্রীলংকার বিপক্ষে অঘোষিত ফাইনাল ছিল বাংলাদেশের। কিন্তু লঙ্কানদের কাছে হেরে গেছে নিগার সুলতানারা। ২২ রানে হেরে কমনওয়েলথ গেমসের মেয়েদের ক্রিকেটে খেলা হলো না বাংলাদেশের। সালমা, ফারজানাদের হতাশায় ডুবিয়ে কমনওয়েথ গেমসে খেলার টিকিট পেল শ্রীলংকা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাছাইপর্বের শেষ ম্যাচ ছিল এটি। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলংকা ৬ উইকেটে ১৩৬ রান করে। ২৮ বলে ৪৮ রান করেন লঙ্কান অধিনায়ক চামারি। বাংলাদেশের নাহিদা আক্তার নেন ২ উইকেট।
১৩৭ রানে টার্গেটে খেলতে নেমে ৫ উইকেটে ১১৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৬ রান করেন মুর্শিদা খাতুন। এছাড়া ফারজানা হক ৩৩ ও অধনিায়ক নিগার সুলতানা ২০ রান করেন। এর আগে বাংলাদেশ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮ উইকেটে, দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ৮০ রানে ও তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।