ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ফুটবল দলের অনুশীলন থেকে শুরু করে স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগ সব কিছুরই ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। তাই ঢাকায় ম্যাচ ভেন্যু বা প্র্যাকটিস ভেন্যুর একটা সংকট চলছে।
প্র্যাকটিস ভেন্যু হিসেবে রাজধানীর বেরাইদে ফর্টিস স্পোর্টস গ্রাউন্ড কেমন তা দেখতে গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হ্যাভিয়ের কেবরেরা। টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি ও সহকারী কোচ মাসুদ কায়সার পারভেজকে সাথে নিয়ে ফর্টিস গ্রাউন্ড ঘুরে ঘুরে দেখেন নতুন কোচ। ফর্টিস স্পোর্টস গ্রাউন্ডের বিভিন্ন দিক সম্পর্কে জাতীয় দলের কোচকে অবহিত করেন ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট শাহিন হাসান।

এই মাঠে আগেও অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে অনুশীলনের সুযোগ রয়েছে ফর্টিস গ্রাউন্ডে। আশে পাশের সব সুযোগ সুবিধা দেখে সন্তুষ্ট জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের কেবরেরা। ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেডের অনুশীলনও দেখেছেন তিনি। প্রিমিয়ার লিগের অনেক ক্লাবের যেখানে নিজস্ব ভেন্যু নেই সেখানে চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেডের নিজস্ব মাঠ দেখে মুগ্ধ স্প্যানিশ কোচ।
৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। তাই আপাতত জাতীয় ফুটবল দলের কোন কর্মকান্ড নেই। তবে মার্চে ফিফা উইন্ডো আছে। জাতীয় দলের ক্যাম্প নিয়ে তাই ভাবতে হচ্ছে এখন থেকেই। সেক্ষেত্রে চট্টগ্রাম ও সিলেটও বাফুফের পছন্দের তালিকায় আছে বলে জানিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।