ক্রীড়া প্রতিবেদক
আগামী ৩ ফেব্রয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। দেশের সাতটি ভেন্যুতে হওয়ার কথা ছিল লিগের খেলা। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আপাতত ঢাকা ও ঢাকার পাশে অবস্থিত এমন চারটি ভেন্যু চূড়ান্ত করেছে বাফুফে। ভেন্যুগুলো হচ্ছে বসুন্ধরা কমপ্লেক্স, আর্মি স্টেডিয়াম, টঙ্গি ও মুন্সিগঞ্জ। তবে সপ্তাহে দুই দিন পাওয়া যাবে আর্মি স্টেডিয়াম।
করোনার পরিস্থিত ভালো হলে সাতটি ভেন্যুতেই বিপিএলের খেলা হবে। আর দর্শকশুন্য স্টেডিয়ামে হবে খেলা। পেশাদার লিগ কমিটির জরুরী সভায় আজ এসব সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
চারটি ভেন্যু হওয়ায় ১২ দলের কারও হোম ভেন্যু থাকছে না। প্রতিটি দলকে ভেন্যুতে সমানভাবে ম্যাচ বন্টন করে দেয়া হবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ৩১ জানুয়ারির মধ্যেই দেয়া হবে প্রিমিয়ার লিগের ফিকশ্চার।