টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগো উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক

আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। লিগ উপলক্ষে বনানীর শেরাটন হোটেলে বিপিএলের লোগো উন্মোচন হয়েছে আজ। একই সাথে ক্যাপ্টেনস মিটও অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ ১২ দলের অধিনায়ক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বিপিএলের নিজেদের প্রত্যাশা ও লক্ষ্যের কথা তুলে ধরেন প্রত্যেক দলের অধিনায়ক।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফোয়ান সোবহান ও টিভিএস অটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ইকরাম হোসেন। প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর টিভিএস।

লোগো উন্মোচন শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, রেফারি নিয়ে বিতর্ক এড়াতে এবার গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বিদেশী রেফারি দিয়ে পরিচালনার কাজ চলছে। এছাড়া ম্যাচের সময় ডাগ আউটে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা থাকতে পারবেন কিনা এ ব্যাপারে বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন কাজী সালাউদ্দিন।

কেরোনার প্রকোপ বেড়ে যাওয়া বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। করোনা পরীক্ষার নেগেটিভ সনদ ছাড়া কোন ফুটবলার লিগে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি আরও জানান ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই জাতীয় ফুটবল দল ও জাতীয় নারী ফুটবল দলকে করোনার টিকার আওতায় আনা হবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.