ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল ও বয়স ভিত্তিক নারী ফুটবল দলের ৫৮ জন খেলোয়াড় আজ করোনার টিকার ১ম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে ৪৭ জন খেলোয়াড় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং ১১ জন খেলোয়াড় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল হতে করোনার টিকা নিয়েছেন। তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে আগামী ১ মার্চ।

অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল ও বয়স ভিত্তিক নারী ফুটবল খেলোয়াড়দের কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণসহ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাফুফে।