ক্রীড়া প্রতিবেদক
রুয়ান্ডার ফুটবলার এমেরি বাইসেঙ্গের চোখ ধাঁধানো গোল। ম্যাচের শেষ দিকে তার এই গোলেই জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২১-২২ মৌসুম শুরু করলো সাইফ স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ ১-০ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে। টঙ্গীতে দিনের অন্য ম্যাচে ঢাকা আবাহনী একই ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
মুন্সিগঞ্জে দুপুর একটা থেকে বৃষ্টি শুরু। পুরো ম্যাচেই যা গুড়ি গুড়ি অবস্থায় ছিল। মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে থাকায় স্বাভাবিক খেলা খেলতে পারেন নি ফুটবলাররা। সাইফের শুরুর একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভুইয়া। পেটের পীড়ায় ভুগছেন তিনি। অধিনায়কের দায়িত্বে ছিলেন রিয়াদুল হাসান রাফি।
ম্যাচের ২৯ মিনিটে পুলিশের ভুল পাসে সুযোগ তৈরী হয়েছিল সাইফের। কিন্তু মাঠে জমে থাকা পানির কারণে বলে শট নিতে পারেন নি সাজ্জাদ হোসেন। ৩৩ মিনিটে ফ্রি কিক থেকে গ্রাউন্ড শট নিয়েছিলেন এমেরি বাইসেঙ্গে। কিন্তু প্রস্তুত ছিলেন পুলিশের গোলকিপার নেহাল।
৩৫ মিনিটে বেশ ভালো একটা সুযোগ তৈরী করেছিল সাইফ স্পোর্টিং। রহিম উদ্দিনের ক্রস থেকে হেড নিয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ৩৮ মিনিটে পুলিশের সামনে প্রথম সুযোগ আসে। কিন্তু বক্সের ভেতর যেভাবে পানি জমেছিল তাতে কয়েক দফা চেষ্টা করেও বলে শট নিতে পারেন নি তাদের আফগান ফরোয়ার্ড আমিরুদ্দিন শারীফি। ৪৪ মিনিটে ওপেন নেট মিস করেছেন পুলিশের আমিরুদ্দিন শারীফি।
৫৬ মিনিটে পুলিশের জার্মানির ফরোয়ার্ড আদিল কুসকুস গোল করার মতো অবস্থায় থেকেও বল পাঠিয়ে দেন ক্রসবারের উপর দিয়ে। ৮৭ মিনিটে নাসিরুল ইসলামের ফ্রি কিক থেকে হেড নিয়েছিলেন রহিম উদ্দিন। কিন্তু বল সরাসরি পুলিশের গোলকিপার নেহালের গ্লাভসে।
ম্যাচ যখন মনে হচ্ছিল গোলশুন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হবে তখনই ম্যাজিক দেখিয়েছেন সাইফের রুয়ান্ডার ফুটবলার এমেরি বাইসেঙ্গে। ৯২ মিনিটে ফ্রি কিক থেকে বাকানো শটে পুলিশের জাল কাপিয়েছেন তিনি। গোলকিপার নেহাল বা দিকে ঝাপিয়েও বলের নাগাল পান নি। এর ফলে জয় দিয়ে লিগের শুরু করলো সাইফ স্পোর্টিং ক্লাব।