চতুর্থ রাউন্ড থেকে বিপিএল ছয় ভেন্যুতে

ক্রীড়া প্রতিবেদক

টঙ্গী ও মুন্সিগঞ্জ এই দুইটি ভেন্যুকে নির্ধারিত করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ রাউন্ডের ৬৬টি ম্যাচের সূচি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত ১২টি খেলা অনুষ্ঠিত হয়েছে এই দুই ভেন্যুতে। কিন্তু ভেন্যুর সংখ্যা বাড়িয়ে এখন ছয়ে নির্ধারণ করেছে ফুটবল ফেডারেশন।

পেশাদার লিগ কমিটির আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে চতুর্থ রাউন্ড থেকে বিপিএলে খেলা হবে দেশের ছয়টি ভেন্যুতে। তৃতীয় রাউন্ডের খেলা আগের সূচি অনুযায়ী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি টঙ্গী ও মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হবে। চতুর্থ রাউন্ড থেকে নতুন সূচি পরে ঘোষণা করবে বাফুফে।

দুইটি ক্লাব একটি ভেন্যুকে তাদের হোম ভেন্যু হিসেবে পাচ্ছে। সে অনুযায়ী গোপালগঞ্জকে মুক্তিযোদ্ধা ও উত্তর বারিধারা, সিলেটকে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ, রাজশাহীকে পুলিশ এফসি ও স্বাধীনতা ক্রীড়া সংঘ, কুমিল্লাকে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুন্সিগঞ্জকে সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সকে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে। ভেন্যুর ব্যাপারে এবার খুব গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.