ক্রীড়া প্রতিবেদক
বাফুফের এলিট নারী ফুটবল একাডেমি এশিয়ান ফুটবল কনফেডারেশন-এএফসির ওয়ান স্টার স্বীকৃতি পেয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কাছে পাঠানো চিঠিতে এই স্বীকৃতির কথা জানিয়েছে এএফসি। পুরো এশিয়ায় জাতীয়ভাবে কোন নারী ফুটবল একাডেমির এটাই প্রথম স্বীকৃতি।
এই স্বীকৃতিকে গর্বের বলছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বেশি গর্বের, অনেক আনন্দের। এশিয়াতে মেয়েদের একাডেমি আরও আছে। জাপান, চিন, কোরিয়াতে অনেক একাডেমি আছে। কিন্তু এলিট একাডেমি হিসেবে স্বীকৃতি সবাই পায়নি। বাংলাদেশের মতো যেখানে আমরা অনেক যুদ্ধ করে ফুটবলকে চালাই, যুদ্ধই বলবো কারণ অর্থের জন্য আমাদের অনেক সংগ্রাম করতে হয়। সেই জায়গা থেকে যখন আমরা এমন স্বীকৃতি পেলাম আসলেই সেটা অনেক আনন্দের।’
এএফসির এই স্বীকৃতি পেতে মোট ১১টি ধাপ পূরণ করতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। তিন বছর পর আবার এর মূল্যায়ন করা হবে। চার পাঁচ মাসের দীর্ঘ প্রক্রিয়া শেষে এই স্বীকৃতি এসেছে বলে জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।
এদিকে আগামী জুনে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল প্রীতি ম্যাচ খেলবে বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। সিঙ্গাপুর, তাজিকিস্তান, কিরগিজস্তান, গুয়াম ও ইন্দোনেশিয়ার সাথে যোগাযোগ করছে বাফুফে।