ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম আবাহনীকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল বসুন্ধরা কিংস। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় বসুন্ধরা ৫-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। রাজশাহীতে স্বাধীনতা কিংসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ঢাকা আবাহনী। আর মুন্সিগঞ্জে সাইফ স্পোর্টিং ও শেখ জামালের ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে।
ম্যাচের প্রথমার্ধেই চট্টগ্রাম আবাহনীকে ম্যাচ থেকে ছিটকে দেয় বসুন্ধরা কিংস। চার গোলের লিড নিয়ে ম্যাচে চালকের আসনে বসে যায় কিংসরা। গোলের শুরুটা করেন সুমন রেজা। ১৭ মিনিটে ইয়াসিন আরাফাতের ক্রস থেকে হেডে গোল করেন সুমন। ২৮ মিনিটে নিজের ক্লাস দেখিয়েছেন রবসন ।সুমনের সাথে বোঝাপড়ায় দারুণ এক গোল করেন রবসন।
৩২ মিনিটে রবসনের বাড়ানো বল থেকে চট্টগ্রাম আবাহনীর জালে বল জড়ান ইব্রাহিম। ৪২ মিনিটে এক গোল পরিশোধের সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু কাজে লাগাতে পারেননি রুবেল মিয়া। উল্টো আরও এক গোল হজম করে তারা। ৪৩ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন রবসন।
বিরতি থেকে ফিরে ৫০ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। উইলিয়াম তাওয়ালার বাড়ানো বলে অমিত পোপাৎজাই যে শট নিলেন তাতে বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ৫৭ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন চট্টগ্রাম আবাহনীর রুবেল মিয়া। থ্যাংকস গডের বাড়িয়ে দেয়া বলে একদম গোলমুখে থেকেও বল জালে পাঠাতে পারেন নি রুবেল।
বসুন্ধরা কিংসের সোহেল রানার দারুণ এক চেষ্টা রুখে দেন চট্টগ্রাম আবাহনীর গোলকিপার। সোহেলকে আটকাতে পারলেও দলকে পঞ্চম গোল হজম থেকে বাঁচাতে পারেন নি গোলকিপার আজাদ। ৬৭ মিনিটে ইব্রাহিমের ক্রস থেকে হেডে গোল করেন এলিটা কিংসলে।আট ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান সংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। ১২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে চতুর্থ স্থানে।