ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে আজ। ৪০ টি দল সাতটি ভেন্যুতে প্রতাদ্বিন্দ্বিতা করবে। তবে আজ চারটি ভেন্যুতে খেলা শুরু হয়েছে।
দিনাজপুরে জয় পেয়েছে স্বাগতিক দিনাজপুর ও লালমনিরহাট। দিনাজপুর ৪-১ গোলে হারিয়েছে কুড়িগ্রামকে। দিনাজপুরের হয়ে শান্তি দু’টি এবং মিতু ও মনিরা একটি করে গোল করেন। কুড়িগ্রামের হয়ে এক গোল পরিশোধ করেন স্বপ্না। একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে লালমনিরহাট ৫-১ গোলে জয় পেয়েছে ঠাকুরগাঁওয়ের বিপক্ষে। হ্যাটট্রিক করেছেন মুনকি। লালমনিরহাটের বাকি দুটি গোল করেছেন মৌসুমি ও নুসরাত। ঠাকুরগাঁওয়ের স্বান্তনাসূচক গোল করেন সাথী।

কুষ্টিয়ায় একমাত্র ম্যাচে সিরাজগঞ্জ ৩-০ গোলে হারিয়েছে পাবনাকে। বিজয়ী দলের হয়ে অনামিকা, মৌ ও অন্ত বালা গোল তিনটি করেন। কক্সবাজারে জয় পেয়েছে রাঙ্গামাটি ও ফেনি। রাঙ্গামাটি ৬-০ গোলে হারিয়েছে বান্দরবানকে। চার গোল করেছেন সুইসাংমং মারমা। বাকি গোল দুটি করেন মাসচিং ও মামুনি চাকমা। অন্য ম্যাচে ফেনি ৩-১ গোলে হারিয়েছে সিলেটকে। সাতক্ষীরায় স্বাগতিকরা ৭-১ গোলের বড় জয় পেয়েছে বাগেরহাটের বিপক্ষে। সাতক্ষীরার হয়ে হ্যাটট্রিক করেন সাথী। এছাড়া সোহেলী দু’টি এবং অঞ্জনা ও মৌসুমি একটি করে গোল করেন। বাগেরহাটের একমাত্র গোলটি করেন কুলসুম।