ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের মা শাহানা জামান আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর আজ সকাল সাড়ে আটটায় রাজধানীর গোড়ানস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্বামী, দুই ছেলে ও নাতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর গোড়ান শান্তিপুর জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মাদারীপুর কালকিনি নিজ গ্রামের বাড়িতে মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আবু নাইম সোহাগের মাতার মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সকল সদস্য, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সববেদনা জানিয়েছেন।