ক্রীড়া প্রতিবেদক
শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের আমন্ত্রণে আগত ভারতবর্ষের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ইষ্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের সাথে আলোচনায় ঠিক হয়েছে, এশিয়ার ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ইষ্ট বেঙ্গল ক্লাব যৌথভাবে কাজ করবে।
বাঙ্গালির সেরা খেলা ফুটবলকে নিয়ে এশিয়া মহাদেশে নতুন ভাবে আলোড়ন, উদ্দিপনা আনার উদ্দেশেই এই এক সাথে পথ চলার অঙ্গিকার করা হয়েছে। উন্নয়ন হবে ফুটবল পরিকাঠামোয়, নতুন প্রতিভা অন্বেষণে সর্বোপরি ফুটবলের গুনমানে। আর সেই স্বপ্নের সার্থক দিশারি শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ইষ্টবেঙ্গল ক্লাব। আগামীদিনের এই ভাবনাকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে উভয় বাংলা এক সাথে কাজ করবে শ্রেষ্ঠত্বের খোঁজে।