ক্রীড়া প্রতিবেদক
জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে চারটি ভেন্যুতে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে জয় পেয়েছে রংপুর ও পঞ্চগড়। দিনের প্রথম খেলায় রংপুর ২-০ গোলে হারিয়েছে নিলফামারীকে। গোল করেন তাসলিমা খাতুন ও জান্নাত। দ্বিতীয় ম্যাচে পঞ্চগড় একই ব্যবধানে হারিয়েছে গাইবান্ধাকে। সোমা রানী ও শিউলী গোল দু’টি করেন।
কুষ্টিয়ায় জয় পেয়েছে স্বাগতিক দল ও মাগুরা। কুষ্টিয়া ও সিরাজগঞ্জের ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৩-১ গোলে জয় পায় কুষ্টিয়া। একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে মাগুরা ২-০ গোলে জয় পেয়েছে চুয়াডাঙ্গার বিপক্ষে। মাগুরার হয়ে সালমা খাতুন ও সাবিনা খাতুন গোল দু’টি করেন।
কক্সবাজারে স্বাগতিক কক্সবাজার ৩-০ গোলে হারিয়েছে রাঙ্গামাটিকে। সপ্তবর্ণ দু’টি ও শারমিন এক গোল করেন। একই ভেন্যুতে ব্রাহ্মণবাড়িয়া ৫-০ গোলের বড় জয় পেয়েছে ফেনির বিপক্ষে। সাদিয়া ও রিয়া দু’টি করে গোল করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার অপর গোলটি করেন বর্ষা। সাতক্ষীরায় একটি ম্যাচ হয়েছে যেখানে খুলনা ৫-০ গোলে হারিয়েছে বরগুনাকে। খুলনার হয়ে হ্যাটট্রিক করেন জ্যোতি। বাকি গোল দু’টি করেন মুক্তা ও রোজিনা।