ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ দল। ড্র এর মধ্য দিয়ে যেখানে ম্যাচ শেষ হতে পারতো সেখানে ১-০ গোলে হেরে গেছে শামসুন্নাহাররা।
একে তো ভারত স্বাগতিক। আবার প্রথম ম্যাচে তারা নেপালকে হারিয়েছিল ৭-০ গোলের বিশাল ব্যবধানে। অন্যদিকে বাংলাদেশ নেপালের বিপক্ষে জয় পেয়েছিল ৪-২ গোলে। তাই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এই ম্যাচ খেলতে নামে ভারতের মেয়েরা।
তিন দলের টুর্নামেন্ট হওয়ায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটি দল একে অন্যের সাথে দু’বার করে খেলে যারা শীর্ষে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশকে আজ হারিয়ে শিরোপার দৌড়ে অনেক এগিয়ে গেল ভারত। দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট তাদের। বাংলাদেশের পয়েন্ট তিন। আবার গোল ব্যবধানেও অনেক এগিয়ে ভারত। প্রতিপক্ষের জালে আট গোল দিয়ে কোন গোল হজম করেনি তারা।
৬৪ মিনিটে নিতুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। গোলকিপার রুপনা চাকমার ভুলের কারণেই বাংলাদেশের জালে বল জড়ায়। বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে ২৩ মার্চ নেপালের বিপক্ষে।