ক্রীড়া প্রতিবেদক
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ দল। ভারতের জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে গোল হজম করে পরাজয়ের শঙ্কায় থাকলেও শামসুন্নাহার ও শাহেদা আক্তার রিপার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
তিন দলের টুর্নামেন্ট। যারা পয়েন্ট টেবিলে সবার উপরে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন। ভারত তিন ম্যাচ জিতে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে। শিরোপার স্বপ্ন ধরে রাখতে জয় ছাড়া কোন বিকল্প ছিল না বাংলাদেশের। আগামী শুক্রবার বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে।
নেপালকে আগের ম্যাচে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু এ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে গোলার রব্বানী ছোটনের শিষ্যরা। ৪ মিনিটে গোল করে নেপালকে এগিয়ে নেন আমিশা। এরপর গোল পরিশোধের চেষ্টা করেও প্রথমার্ধে সফল হতে পারেনি বাংলাদেশ। তবে ৬৮ মিনিটে ম্যাচে সমতা আনে লাল সবুজের প্রতিনিধিরা। কর্ণার থেকে আসা বলে হেডে গোল করেন সামসুন্নাহার।
কিন্তু জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। সেই জয়টাই বাংলাদেশকে এনে দেন শাহেদা আক্তার রিপা। ৮৪ মিনিটে গোল করেন রিপা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে খেলা শেষ করে বাংলোদেশ। টুর্নামেন্টের শিরোপা জিততে শুক্রবার শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দুই গোলের ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। কারণ গত শনিবার ভারতের সাথে প্রথম দেখায় বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে।