ক্রীড়া প্রতিবেদক
জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে লালমনিরহাট ও স্বাগতিক রাজশাহী। আজ টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
রাজশাহীর শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় লালমনিরহাট ও মাগুরা। লালমনিরহাটের কাছে পাত্তাই পায়নি মাগুরা। লিভা আক্তারের হ্যাটট্রিকে ৩-০ গোলে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পেয়েছে লালমনিরহাট। ২৯, ৪৮ ও ৫৮ মিনিটে গোল তিনটি করেন লিভা আক্তার।
তবে দ্বিতীয় সেমিফাইনালে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। রাজশাহীর প্রতিপক্ষ ছিল ব্রাহ্মণবাড়িয়া। ১-১ গোলে ম্যাচ অমীমাংসিত থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। আর সেখানে ৪-৩ গোলে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় রাজশাহী। আগামী শুক্রবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ও লালমনিরহাট।