ক্রীড়া প্রতিবেদক
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ও মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ইন্দোনেশিয়া থেকে জামাল ভূইয়ারা মালয়েশিয়া যাবে এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে।
৮ জুন বাহরাইন, ১১ জুন তুর্কেমেনিস্তান ও ১৪ জুন মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন চট্টগ্রাম আবাহনীর সোহেল রানা। জাতীয় দলের সাথে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
দলের আরেক ফুটবলার ঈসা ফয়সাল জানিয়েছেন এবার অনুশীলন ভালো হচ্ছে। নতুন কোচ পর্যাপ্ত সময় পেয়েছেন। তাই এবার ভালোভাবেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল।