ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব খেলতে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া পৌছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। র্যাকিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সাথে গতকাল গোলশুন্য ড্র করে বাংলাদেশ। এই পারফরম্যান্সের পর আত্নবিশ্বাস নিয়ে মালয়েশিয়ায় পা রেখেছেন জামাল ভূইয়ারা।
মালয়েশিয়ার বিমান বন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিল বিডি এফসি মালয়েশিয়া টিমের সদস্যরা। ফুল দিয়ে বাংলাদেশ দলকে স্বাগত জানান তারা। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ই গ্রুপে। সেখানে তাদের তিন প্রতিপক্ষ বাহরাইন, তুর্কেমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়া।
মালয়েশিয়ায় হোটেলে পৌছে বাংলাদেশ দলের অবস্থা সম্পর্কে জানিয়েছেন ম্যানেজার ইকবাল হোসেন। তিনি জানান ফুটবলার মাহবুবুর রহমান সুফিল বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় দলের সাথে যোগ দেবেন।