বিশ্বকাপ ফুটবল ট্রফি ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

অন্য যে কোন দিনের চেয়ে আজ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি প্রবেশ মুখের চিত্র ভিন্ন। নিরপত্তা বাহিনীর সতর্ক প্রহরা। এর সবই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ন ও আকর্ষণীয় ট্রফির জন্য। অবশেষে অপেক্ষার অবসান ঘটে। সকাল ১১টা ২২ মিনিটে বিমান বন্দরে অবতরণ করে বিশ্বকাপ ফুটবলের ট্রফি নিয়ে আসা বিশেষ বিমানটি।

ট্রফি ট্যুরের অংশ হিসেবে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে বিশ্বকাপের শিরোপা। ট্রফির সাথে ঢাকায় এসেছেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারাম্বু ও ফিফার সাত সদস্যের প্রতিনিধি দল। বিমান বন্দরে তাদের স্বাগত জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

এরপর বিমান বন্দরে বিশ্বকাপের ট্রফি উন্মুক্ত করেন ক্রিশ্চিয়ান কারাম্বু। ২০১৩ সালের পর আবার বাংলাদেশে এলো বিশ্বকাপ শিরোপা। বাংলাদেশে এসে উষ্ণ সংবর্ধনা পাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের প্রধান সারা গান্দোনি। ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের আবেগ অনেক। তাই এ দেশে আবার বিশ্বকাপে ট্রফি নিয়ে আসতে পারাটা আনন্দের ব্যাপার বলছেন সারা গান্দোনি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আশা প্রকাশ করেছেন ফুটবল নিয়ে উন্মাদনা আরও বাড়বে এ দেশে।

আগামীকাল সকাল ১০টা হতে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত হোটেল রেডিসনে স্বপ্নের এই ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন সাধারণ দর্শকরা। এরপর আর্মি স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি রাখা হবে সন্ধ্যা ৬টা হতে ৭টা পর্যন্ত। বিশ্বকাপেরে ট্রফি আগমণ উপলক্ষে সেখানে কনসার্টেরও আয়োজন থাকবে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.