ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলা আগামীকাল শুরু হচ্ছে। দশটি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘ক’ গ্রুপে লড়বে সিলেট জেলা ফুটবল দল, চট্টগ্রাম জেলা ফুটবল দল, কুষ্টিয়া জেলা ফুটবল দল, কুমিল্লা জেলা ফুটবল দল ও বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল। আর ‘খ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে মাগুরা জেলা ফুটবল দল, ময়মনসিংহ জেলা ফুটবল দল, বরিশাল জেলা ফুটবল দল, গাইবান্ধা জেলা ফুটবল দল ও বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দল।
আগামীকাল দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কুষ্টিয়া জেলা ফুটবল দল ও চট্টগ্রাম জেলা ফুটবল দল। গ্রুপ পর্বের সব ম্যাচ হবে মাদারীপুরের আচমত আলী খান স্টেডিয়ামে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনাল খেলবে। ১ জুলাই দু’টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ফাইনাল ম্যাচ হবে ৪ জুলাই। প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নিয়ে বিস্তারিত জানাতে বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সাধরণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফে কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান ও বাফুফে সদস্য হারুনুর রশীদ, বাফুফে সদস্য ইলিয়াস হোসেন এবং পেশাদার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম।