ক্রীড়া প্রতিবেদক
আগামী ২৮ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে ২২তম কমনওয়েলথ গেমস। বাংলাদেশ দলের শেফ দ্য মিশনের দায়িত্ব পালনের জন্য বিওএ’র সহ-সভাপতি লেঃ জেনারেল মোঃ মইনুল ইসলাম (অবঃ)-কে মনোনীত করা হয়েছিল। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় বাংলাদেশ দলের শেফ দ্য মিশনের দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেছেন।
এই অবস্থায় বিওএ’র সদস্য ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুকে কমনওয়েলথ গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মনোনীত করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অবঃ) স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আব্দুর রকিব মন্টুকে কমনওয়েলথ গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মনোনীত করার কথা বলা হয়েছে।
আব্দুর রকিব মন্টু বর্তমানে যুক্তরাষ্ট্রের ওরিগনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রয়েছেন। সেখান থেকে তিনি বার্মিংহাম কমনওয়েলথ গেমসে যোগ দেবেন।