ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ওরিগনে আজ শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। আগামী ২৪ জুলাই পর্দা নামবে অ্যাথলেটিকসের এই বিশ্ব আসরের। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান লড়বেন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। ১০০ মিটার স্প্রিন্টে দৌড়াবেন ইমরানুর। ১০০ মিটারের প্রিলিমিনারি রাউন্ড শুরু হবে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায়। অর্থাৎ বাংলাদেশ সময় আজ দিবাগত রাত দেড়টায়। ইমরানুর দৌড়াবেন দুই নম্বর হিটের ছয় নম্বর লেনে। বাংলাদেশ সময় রাত একটা ৩৭ মিনিটে শুরু হবে ইমরানুরের প্রতিযোগিতা।

ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের দ্রুততম মানব। কমনওয়েলথ গেমস ও ইসলামিক গেমসের প্রস্তুতি সারতে চান বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে। ইমরানুরের ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকির মন্টু। বর্তমানে তিনি ওরিগনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আছেন। ইমরানুর এখান থেকে অর্জিত আত্নবিশ্বাস কমনওয়েলথ গেমস ও ইসলামিক গেমসে কাজে লাগাতে পারবেন বলে আশাবাদী আব্দুর রকির মন্টু।
গত জানুয়ারিতে প্রথমবারের মতো জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর রহমান। বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছিলেন তিনি। ২২ বছরের রেকর্ড ভেঙেছিলেন তিনি। ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন ইমরানুর।