ক্রীড়া প্রতিবেদক
কুঁচকির চোট থামিয়ে দিল বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে। যুক্তরাষ্ট্রের ওরিগনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে আশা জাগিয়ে প্রাথমিক রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছিলেন ইমরানুর। কিন্তু কুঁচকির চোটের কারণে দ্বিতীয় রাউন্ডে দৌড়াতেই পারলেন না তিনি।

যুক্তরাষ্ট্রের ওরিগন থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু জানিয়েছেন, ওয়ার্মআপের সময় ইমরানুরের কুঁচকিতে হালকা টান পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে তার না দৌড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ প্রতিযোগিতায় আবার অংশ নিলে বড় ইনজুরিতে পড়ার শঙ্কা ছিল। সামনে দু’টি বড় ইভেন্ট কমনওয়েলথ গেমস আর ইসলামিক গেমস। তাই ইমরানুরের ব্যাপারে আর ঝুঁকি নেয়া হয়নি। ইমরানুরের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আবদুর রকিব মন্টু।
এর আগে প্রিলিমিনারি রাউন্ডে ১০.৪৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হন ইমরানুর রহমান। বাংলাদেশের কোন স্প্রিন্টারের এটা রেকর্ড টাইমিং। প্রিলিমিনারি রাউন্ডে ৩২ জনের মধ্যে চতুর্থ হয়েছিলেন তিনি। গত জানুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেশের দ্রুততম মানব হয়েছিলেন ইমরানুর রহমান।