ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে গোল বন্যায় ভাসাল ঢাকা আবাহনী। ৫-০ গোলে ম্যাচ জিতেছে আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়েছে তারা।
আবাহনীর গোল উৎসবের শুরুটা করেন ইমন মাহমুদ। ছয় মিনিটে শেখ জামালের জালে প্রথমবার বল জড়ান তিনি। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল। তিন মিনিট পর ড্যানিয়েল জালের ঠিকানা খুঁজে পেলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ঢাকা আবাহনী।
দ্বিতীয়ার্ধেও একই ক্ষুধা ছিল প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল দলটির। যে দু’টি গোল হয়েছে দু’টিই করেন নাবীন নেওয়াজ জীবন। ৭৭ ও ৮২ মিনিটে গোল করেন জীবন। এর ফলে ৫-০ গোলের বিশাল জয়ে খেলা শেষ করে ঢাকা আবাহনী। ২০ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। সমান সংখ্যক ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে এরই মধ্যে বিপিএলে শিরোপা জয় নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।