চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল উত্তর বারিধারা

ক্রীড়া প্রতিবেদক

দুই গোলের লিড নিয়েও উত্তর বারিধারার বিপক্ষে জিততে পারেনি চট্টগ্রাম আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দু’দলের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।

১০ মিনিটে গোল করেন শাখাওয়াত রনি। ৩৭ মিনিটে আরিফুর গোল করে ব্যবধান বাড়ান। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে উত্তর বারিধারা। ৫০ মিনিটে ফজিলভ গোল করেন। আর ৭৮ মিনিটে আরিফ গোল করেন দলকে এক পয়েন্ট এনে দেন।

রেলিগেশন এড়াতে এই এক পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ উত্তর বারিধারার জন্য। ২০ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে তারা। ১৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা ১১তম আর ৯ পয়েন্ট নিয়ে স্বাধীনতা ক্রীড়া চক্র আছে ১২তম স্থানে। অন্যদিকে ২৭ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে।  

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.