মো: শফিকুল আলম
বার্মিংহাম, ইংল্যান্ড থেকে
২২তম কমনওয়েলথ গেমসের পর্দা উঠেছে আজ। আলেজান্ডার স্টেডিয়ামে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১২টায়। কমনওয়েথ গেমসের কোন ইভেন্টেই এবার উপস্থিত থাকেতে পারছেন না কমনওয়েলথের প্রধান রানী এলিজাবেথ। তাই উদ্বোধনী অনুষ্ঠানে রানীর পরিবর্তে উপস্থিত থাকবেন প্রিন্স চার্লস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রিন্স চার্লস আর রানীর বক্তব্য পড়ে শোনাবেন তিনি।
গেমসের জন্য পুরোপুরি প্রস্তুত আয়োজক শহর বার্মিহাম। ৭২টি কমনওয়েলথভূক্ত দেশের প্রায় পাঁচ হাজার অ্যাথলেট এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ এবার অংশ নিচ্ছে সাতটি ডিসিপ্লিনে। বক্সিং, সুইমিং, টেবিল টেনিস, ভারোত্তোলন, জিমনেস্টিকস, অ্যাথলেটিকস ও রেসলিংয়ে। আগামীকাল চারটি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। বক্সিং, জিমনেসটিক্স, সুইমিং ও টেবিল টেনিসে খেলা রয়েছে বাংলাদেশের।
কমনওয়েলথ গেমস থেকে বাংলাদেশ যতো সাফল্য পেয়েছে তার সবই শ্যুটিং থেকে। কিন্তু শ্যুটিংই নেই এবারের গেমসে। এর আগের কমনওয়েলথ গেমস থেকে বাংলাদেশ ২টি স্বর্ণ, চারটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক জিতেছে। এবারের কমনওয়েথ গেমসে অ্যাথলেটদের মিলনমেলা ভাঙবে ৮ আগস্ট।