মো: শফিকুল আলম
বার্মিংহাম, ইংল্যান্ড থেকে
ইংল্যান্ডের বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামের চারপাশ ঘিরে উৎসবের রং। ২২তম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান বলে কথা। পুরো এলাকা নিরাপত্তাকর্মীদের নিয়ন্ত্রণে। ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার আলেকজান্ডার স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। উৎসবপ্রিয় বৃটিশরা এসেছেন উৎসবের রংয়ে নিজেদের রাঙাতে। লন্ডন অলিম্পিকের পর ইংল্যান্ডে এটাই সবচেয়ে বড় ক্রীড়া উৎসব।
ভিন্ন আমেজে হয়েছে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। আলেকজান্ডার স্টেডিয়ামের চারপাশ ভরে যেতে থাকে রকমারী সব গাড়িতে। গাড়িতে করে আসেন প্রিন্স চার্লস। ইতিহাসকে তুলে ধরার চেষ্টা দারুণ সব পারফরম্যান্সের মধ্য দিয়ে। চোখ ধাধানো আয়োজনের মধ্য দিয়ে পুরো বিশ্বকে জানিয়ে শুরু হয়েছে গেমসের পথচলা। আগামী ৮ আগস্ট পর্যন্ত ৭২টি দেশের পাঁচ হাজারের উপর অ্যাথলেট পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।
অ্যাথলেটদের মার্চ পাস্টে শুরুতেই আসে অস্ট্রেলিয়া। এরপর আসতে থাকে অংশ নেয়া প্রতিটি দেশ। মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেছেন ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও বক্সার সুর কৃষ্ণ চাকমা। কমনওয়েলথে গেমসে পতাকা বহন করতে পারা অন্যতম সেরা অর্জন বলছেন মাবিয়া আক্তার সীমান্ত। পুরো গেমসে ২০টি ডিসিপ্লিনে হবে প্রতিযোগিতা। বাংলাদেশ লড়বে সাতটি ডিসিপ্লিনে। বক্সিং, সুইমিং, টেবিল টেনিস, ভারোত্তোলন, জিমনেস্টিকস, অ্যাথলেটিকস ও রেসলিংয়ে।