জাতীয় শোক দিবস পালন বাফুফের

ক্রীড়া প্রতিবেদক

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।  জাতি শোকের এই দিনটিকে পালন করছে নানা কর্মসূচির মাধ্যমে।

স্বাধীনতার স্থপতি ও জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে ক্রীড়াঙ্গনের বিভিন্ন সংগঠন শোক দিবস পালন করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী।

বাফুফের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- সকালে বাফুফে ভবনে কোরআন খতম, বাদ যোহর বাফুফে ভবনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত, গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বিকেল মিলাদ মাহফিল।

বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, টিপু সুলতান ও  বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.