ক্রীড়া প্রতিবেদক
বাফুফে ভবন চত্ত্বরে নীল রংয়ের বড় নতুন বাস। হঠাৎ এই বাস দেখে যে কারও মনে প্রশ্ন আসতে পারে ফুটবল ফেডারেশন ভবনে এই বাস কেন। এই বাস ফুটবল ফেডারেশনকে উপহার হিসেবে দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
নতুন এই বাসের আজ উদ্বোধন করেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া এবং ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। এসময় উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি মোহিউদ্দিন আহমেদ মোহি, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বাসের জন্য উয়েফা দিয়েছে ৪৩ হাজার ইউরো। বাকি দশ লাখ টাকা দিয়েছে বাফুফে।
বাফুফে উয়েফার সদস্য নয়। তবে এএফসির মাধ্যমে এই বাস পেয়েছে বাফুফে। এই কাজে সহায়তা করেছেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। যিনি এএফসি কার্যনির্বাহী কমিটির সদস্য।