ক্রীড়া প্রতিবেদক
আগামী মাসে ফিফা উইন্ডোতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া জাতীয় ফুটবল দলের সাথে কম্বোডিয়ায় এবং ২৭ সেপ্টেম্বর নেপাল জাতীয় ফুটবল দলের সাথে নেপালে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৭ জন ফুটবলার নিয়ে আগামী শনিবার অনুশীলন শুরু হচ্ছে বাংলাদেশ দলের।
২৭ ফুটবলারের আজ নাম ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। সর্বোচ্চ ১২ জন বসুন্ধরা কিংসের। আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হোসেন, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, বিপ্লু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা ও মতিন মিয়া। ২৭ সদস্যের দলে ঢাকা আবাহনীর তিন ফুটবলার হচ্ছেন মাহফুজ হাসান প্রিতম, টুটুল হোসেন বাদশা ও রাকিব হোসেন। সাইফ স্পোর্টিং ক্লাবের চার ফুটবলার। এরা হচ্ছেন রিয়াদুল হাসান রাফি, জামাল ভূইয়া, ফয়সাল আহমেদ ফাহিম ও সাজ্জাদ হোসেন।
শেখ রাসেল কেসির তিনজন ডাক পেয়েছেন। এরা হচ্ছেন আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া ও হেমন্ত ভিনসেন্ট। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আছেন মোহাম্মদ নাইম ও রায়হান হাসান। এছাড়া মোহামেডানের ইমন শাহরিয়া, চট্টগ্রাম আবাহনীর সোহেল রানা ও পুলিশ এফসির ইসা ফয়সালের জায়গা হয়েছে ২৭ সদস্যের দলে।
প্রস্তুতির জন্য তিন সপ্তাহের সময় পাচ্ছে বাংলাদেশ দল। এই সময় পেয়ে বেশ খুশী বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের কেবরেরা। কম্বোডিয়া ও নেপাল দুই দলের বিপক্ষেই জয় চান তিনি। লম্বা সময় ট্রানজিটের কারণে কম্বোডিয়া থেকে বাংলাদেশে এসে তারপর নেপাল যাবেন জামাল ভূইয়ারা। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ম্যাচের পর আগামী বছর মার্চ মাসের আগে বাংলাদেশ জাতীয় দলের আর কোন খেলা নেই। বাফুফে ভবনে আজ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে হেড হোচ হ্যাভিয়ের কেবরেরা ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি ও জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন।