ক্রীড়া প্রতিবেদক
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কেএন। আজ বিকেলে ফুটবল ফেডারেশন ভবনে আসেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন ফুটবলে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের। ফুটবল উন্নয়নে কিভাবে কাজ করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাফুফে সভাপতি। দক্ষিণ কোরিয়া থেকে কোচ আনা এরপর দক্ষিণ কোরিয়ায় গিয়ে কিছু ম্যাচ খেলা যায় কিনা এই চেষ্টা চালানো হবে বলে জানান কাজী সালাউদ্দিন।
এদিকে সাফের শিরোপা জয়ী বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশের ফুটবল উন্নয়নে কোরিয়া পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।