ক্রীড়া প্রতিবেদক
গত ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়োমে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সাত দিন পর সেই একই স্টেডিয়ামে একই স্কোরলাইন এবার বাংলাদেশকে ফিরিয়ে দিল নেপাল। তবে নারীদের ম্যাচে নয়। পুরুষ ফুটবলে। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জামাল ভুইয়ারা আজ ৩-১ গোলে হেরেছে নেপালের কাছে। নেপালের তিনটি গোলই করে হ্যাটট্রিক করেছেন অঞ্জন বিস্তা।
অথচ গত ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার মাটিতে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে দারুণ আত্নবিশ্বাস নিয়ে নেপাল এসেছিল বাংলাদেশ দল। কিন্তু আজ ম্যাচের শুরু থেকে আত্নবিশ্বাসী বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়নি। যদিও ম্যাচে প্রথম গোলটা পেয়ে যেতে পারতো বাংলাদেশ। ১৬ মিনিটে ফ্রি কিক নিয়েছিলেন অধিনায়ক জামাল ভূইয়া। কিন্ত তাতে বাঁধা হয়ে দাঁড়ায় ক্রস বার।
তবে ১৮ মিনিটে লিড নেয় নেপাল। বিমল ঘারতির ফ্রি কিক থেকে হেডে গোল করেন অঞ্জন বিস্তা। ২৬ মিনিটে ব্যবধান বাড়ায় নেপাল। স্কোরার সেই অঞ্জন বিস্তা। আনিসুর রহমান জিকো প্রথম প্রচেষ্টা রুখে দিলেও রিবাউন্ডে গোল করেন অঞ্জন। দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার মতো কোন চেষ্টা দেখা যায়নি বাংলাদেশের। উল্টো প্রথমার্ধেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় নেপাল বাংলাদেশের জালে তৃতীয়বার বল পাঠিয়ে। ৩৭ মিনিটে হ্যাটট্রিক করেন অঞ্জন বিস্তা। ফ্রি কিক থেকে হেডের মাধ্যমে গোল করেন তিনি।
বিরতি থেকে ফিরে এক গোল শোধ করতে পেরেছে বাংলাদেশ। চেষ্টা ছিল আরও গোলের। কিন্তু সফল হতে পারেনি। ৫৭ মিনিটে রাকিবের বাড়ানো বলে একদম ফাকা জায়গায় বল পেয়ে গিয়েছিলেন সাজ্জাদ হোসেন। হেডে নেপালের জালে বল জড়ান তিনি। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে জয় দিয়ে বছর শেষ করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু পরাজয় দিয়েই বছর শেষ হলো জামালদের। কারণ এ বছর আর কোন আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের।