ক্রীড়া প্রতিবেদক
আগামী বছর ৩ থেকে ২০ মে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট। ১৬টি দল খেলবে চূড়ান্ত পর্বে। ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও ছয়টি সেরা রানার্স আপ দল চূড়ান্ত পর্বের টিকেট পাবে। জাপান, ইরান ও উজবেকিস্তান এরই মধ্যে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। বাকি ১৩টি দলের একটি হতে পারে বাংলাদেশ।
আগামীকাল ৯ অক্টোবর সেই অগ্নি পরীক্ষায় নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ শক্তিশালী ইয়েমেন। যারা আগের দুই ম্যাচে করেছে ১৪ গোল। বিপরীতে কোন গোল হজম করেনি। ইয়েমেনের ছয় পয়েন্ট। বাংলাদেশেরও ছয় পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে যাবে ইয়েমেন। আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। তবে ম্যাচ হারলে বা ড্র করলেও বাংলাদেশের সুযোগ থাকবে যদি সেরা ছয় রানার্স আপ দলের একটি হতে পারে।
বাংলাদেশের ভাবনায় শুধুই জয়। জানিয়েছেন মিরাজুল ইসলাম। মিরাজের উপর প্রত্যাশা বেশি বাংলাদেশ দলের। সাফ অনূর্ধ্ব-২০ ও সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দারুণ ফুটবল খেলেছেন মিরাজ। দু’টি টুর্নামেন্টেই চার গোল করেছেন তিনি। আবার এই দুই টুর্নামেন্টেই মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক আছে মিরাজের। ইয়েমেনের বিপক্ষে গোল করবেন মিরাজ। এটাই এখন দলের প্রত্যাশা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ও ইয়েমেনের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়।