ক্রীড়া প্রতিবেদক
বড় ব্যবধানে হেরে এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ। ইয়েমেনের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ দল। আর টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিল ইয়েমেন। তিন ম্যাচে ১৮ গোল করেছে ইয়েমেন। বিপরীতে কোন গোল হজম করেনি।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্য ভালো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। কিন্তু প্রথম গোল হজমের পর আর ছন্দ ধরে রাখতে পারেনি মিরাজরা। সপ্তম মিনিটে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। হিমেলের শট ক্রসবারে লেগে ফিরে আসে। বাংলাদেশ ভালো খেলতে থাকলেও এক সময় পেনাল্টি পেয়ে যায় ইয়েমেন। চন্দন অযথা প্রতিপক্ষের এক ফুটবলারকে বক্সে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ২৪ মিনিটে স্পট কি থেকে গোল করে ইয়েমেনকে এগিয়ে নেন আনোয়ার হোসেন আল তোরাইকি।
৩৬ মিনিটে ব্যবধান বাড়ায় ইয়েমেন। বাংলাদেশের ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগায় তারা। বা পায়ের দারুন শটে গোল করেন নোমান। ম্যাচের ৪০ মিনিটে দারুন একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু কাজে লাগাতে পারেনি।
প্রথমার্ধের শেষ দিকে আরও এক গোল বাংলাদেশের জালে। স্কোর লাইন ৩-০ করেন আব্বাস কাশেম। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের গোলকিপার সোহান দারুণ কিছু সেভ না করলে আরো গোল হজম করতে হতো বাংলাদেশকে। ৭৮ মিনিটে আরেক গোল ইয়েমেন। দলের হয়ে চতুর্থ গোল করেন আমের। ৪-০ গোলের জয় নিয়েই খেলা শেষ করে ইয়েমেন।