মোঃ শফিকুল আলম, কাতার থেকে
জনাকীর্ণ সংবাদ সম্মেলন। সাংবাদিক, ক্যামেরাম্যান, ফটোগ্রাফার ঠাসা সংবাদ সম্মেলন কক্ষ। কারণ একটাই। বিশ্বকাপে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাজির লাউতারো মার্টিনেজ ও কোচ লিওনেল স্ক্যালোনি। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর্জেন্টিনার। টানা ৩৬ ম্যাচ অপারাজিত থেকে যে আর্জেন্টিনা আকাশে উড়ছিল তাদের মাটিতে নামিয়ে এনেছে সৌদি আরব।
বিশ্বকাপে টিকে থাকতে হলে আগামীকাল মেক্সিকোকে হারাতেই হবে আর্জেন্টিনার। এই গ্রুপে এখন সবার উপরে সৌদি আরব। মেক্সিকো ও পোল্যান্ড আগের ম্যাচ ড্র করায় তাদের ১ পয়েন্ট করে। আর আর্জেন্টিনা সবার নিচে। সংবাদ সম্মেলনে লাউতারো মার্টিনেজ জানিয়েছেন মেক্সিকো মোকাবেলার জন্য প্রস্তুত আর্জেন্টিনা। আগের ম্যাচে যা হয়েছে সব ভুলে যেতে চায় তারা। মেক্সিকো নিয়ে সব ধরনের গবেষণায় হয়েছে বলে জানিয়েছেন লা্তারো। আর মেসির খেলা নিয়ে কোনো সংশয় নেই। মেসি ও সব খেলোয়াড় সুস্থ আছে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
আর্জেন্টিনা ও মেক্সিকোর পরিসংখ্যান বলছে দুই দল এ পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে। ১৬ বার জিতেছে আর্জেন্টিনা। ৫ বার মেক্সিকো। বাকি ১৪ ম্যাচ হয়েছে ড্র। আর্জেন্টিনা ও মেক্সিকো শেষ বার খেলেছে ২০১৯ সালে প্রীতি ম্যাচে। সেই ম্যাচ আর্জেন্টিনা জিতেছিল ৪-০ গোলে। হ্যাটট্রিক করেছিলেন লাউতারো মার্টিনেজ। আগের ম্যাচের পারফরম্যান্স নিশ্চয় অনুপ্রেরণা যোগাবে লাউতারোও আর্জেন্টিনাকে। আবারও লুসাই স্টেডিয়ামে খেলবে মেসিরা। যে লুসাই তাদের দুঃস্বপ্ন উপহার দিয়েছিল। আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচ শুরু হবে কাতার সময় রাত ১০ টা অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১ টায়।