মোঃ শফিকুল আলম
দুই ব্রাজিলিয়ান ডরিয়েলটন ও রবসন ম্যাজিকে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা ৩-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যানট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমেই বসুন্ধরাকে চমকে দেয় মুক্তিযোদ্ধা কেসি। ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। গোল করেন সোমা ওতানি।
তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মুক্তিযোদ্ধা কেসি। রবসন ও ডরিয়েলটনের রসায়ন জমেছিল দারুণ। রবসনের ক্রস থেকে পা ছুয়ে মুক্তিযোদ্ধার জালে বল জড়ান ডরিয়েলটন। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতি থেকে ফিরে ম্যাচে প্রথমবার লিড নেয় বসুন্ধরা। যদিও দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ৭৯ মিনিটে রবসনের কর্ণার থেকে হেডে গোল করেন ডরিয়েলটন। ম্যাচে এটা দ্বিতীয় গোল এই ব্রাজিলিয়ানের।
তবে তৃতীয় গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি বসুন্ধরার। প্রথম দুই গোলে রবসনের সহায়তা থাকলেও এবার তৃতীয় গোলটি তিনিই করেছেন। ৮২ মিনিটে গোল করেন রবসন। আর ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। আগামী ১১ এপ্রিল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। আর ৩০ মে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ।