টেবিল টেনিসে আসছে বাংলাদেশ সেনাবাহিনী

ক্রীড়া প্রতিবেদক

সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী বাংলাদেশ জুনিয়র টেবিল টেনিস দলকে সংবর্ধনা ও  আর্থিক পুরস্কার প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনা সদর দপ্তরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে একটি সুখবর দিয়েছেন সেনাপ্রধান। তিনি জানান বাংলাদেশ সেনাবাহিনী টেবিল টেনিস জাতীয় চ্যাম্পিয়নশিপে পূর্ণাঙ্গ দল গঠন করবে । এর ফলে ভালো মানের ৫ জন ছেলে, ৫ জন মেয়ে, ২ জন বালক ও ২ জন বালিকার সারা বছরের জন্য টিমের ব্যবস্থা হয়ে যাওয়া অর্থাৎ বেতনের নিশ্চয়তা হওয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন সেনাপ্রধানকে টেবিল টেনিস জাতীয় দলের জার্সি প্রদান করেন এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য খোন্দকার হাসান মুনীর সেনাপ্রধানকে একটি টেবিল টেনিস ব্যাট  উপহার দেন। সেনাপ্রধান জানান, তিনি নিজে এক সময় টেবিল টেনিস খেলতেন এবং তার কলেজ টিমের পক্ষেও অংশগ্রহণ করেছেন।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলম। সাউথ এশিয়ান জুনিয়রে স্বর্ণপদকজয়ী চার খেলোয়াড়  হচ্ছেন মুহতাসিন আহমেদ হৃদয়, রাম হিম লিয়ন বম, নাফিস ইকবাল ও আবুল হাসেম হাসিব ।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.