ক্রীড়া প্রতিবেদক
আর্জেন্টিনায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে দুর্দান্তভাবে ঘুরে দাড়িয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে একেবারে স্বরূপে ফিরেছে তারা। ডোমিনিকান রিপাবলিককে বিধ্বস্ত করেছে ৬-০ গোলে। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরও চার গোল দিয়েছে ব্রাজিল।
দুই ম্যাচ থেকে এক জয়ে ডি গ্রুপে ব্রাজিল এখন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ছয় পয়েন্ট নিয়ে নাইজেরিয়া ডি গ্রুপের শীর্ষে। দ্বিতীয় রাউন্ড অর্থাৎ শেষ ষোলতে যেতে গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারাতে হবে ব্রাজিলের। আগামী রবিবার নাইজেরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই সুযোগ তৈরী করতে থাকে ব্রাজিল। দারুণ তিনটি সুযোগ পেয়েছিলেন মার্কোস লিওনাদ্রো, মারকুইনোস ও মারলন গোমেজ। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্সে আটকে যায় তাদের প্রচেষ্টা। তবে ৩৭ মিনিটে আর আটকে রাখা যায়নি ব্রাজিলকে। তাদের গোল উৎসবের শুরুটা করেন স্যাভিও। গুইলহারমির ক্রস থেকে ডোমিনিকানের জালে বল জড়ান স্যাভিও।
এই উৎসবের রেশ কাটতে না কাটতেই আবারও ডোমিনিকানের জালে বল। ব্রাজিলের দ্বিতীয় গোলটি করেন মার্কোস লিওনাদ্রো। এই দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে গোলের নেশা আরও পেয়ে বসে ব্রাজিলকে। ৫৭ মিনিটে স্যাভিওর ক্রস থেকে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন জিয়ান।
ব্রাজিল তাদের শেষ তিন গোল করেছে ১১ মিনিটে। ৮২ মিনিটে ম্যাথিউসের পাস থেকে গোল করেন জিওভানে। ৯১ মিনিটে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন মারলন গোমেজ। দুই মিনিট পর ম্যাথিউস গোল করলে ৬-০ গোলের বড় জয়ে খেলা শেষ করে ব্রাজিল।
পুরো ম্যাচে ছিল ব্রাজিলের আধিপত্য। ব্রাজিল যেখানে ৩৯টি শট নিয়েছে সেখানে ডোমিনিকান রিপাবলিক নিয়েছে মাত্র একটি শট। টার্গেটে ব্রাজিলের শট ছিল ১৭টি। আর ডোমিনিকানের ১টি। ব্রাজিলের দখলে বল ছিল ৬০ ভাগ আর ডোমিনিকান রিপাবলিকের ৪০ ভাগ। ব্রাজিল ১৬টি কর্ণার পেলেও ডোমিনিকান রিপাবলিক কোন কর্ণার পায়নি।