ক্রীড়া প্রতিবেদক
ভারতের বেঙ্গালুরুতে আজ শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিন জয় পেয়েছে কুয়েত ও ভারত। উদ্বোধনী ম্যাচে কুয়েত ৩-১ গোলে হারিয়েছে নেপালকে। দ্বিতীয় ম্যাচে ভারত ৪-০ গোলে জয় পায় পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ দলের মিশন শুরু হচ্ছে আগামীকাল। বি গ্রুপে খেলছে বাংলাদেশ। জামালরা শুরুতেই পাচ্ছে শক্তিশালী লেবাননকে। ফিফা র্যাংকিংয়ে দু’দলের বিস্তর ফারাক। লেবানন ৯৯ তম স্থানে আর বাংলাদেশের অবস্থান ১৯২ তম। তবে আশার কথা হচ্ছে বাংলাদেশ ও লেবানন সমানে সমান। দুই দলের এ পর্যন্ত দুইবারের দেখায় একবার জিতেছে লেবানন আরেকবার জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়ান অঞ্চলে রাউন্ড টু এর প্রথম লেগের ম্যাচে লেবানন ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় লেগের ম্যাচে বাংলাদেশ জয় পায় ২-০ গোলে। আগামীকাল লেবাননের বিপক্ষে জয়ের টার্গেট থাকলেও ড্র করতে পারলেই খুশি বাংলাদেশ। জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
বাংলাদেশ দলের হেড কোচ হ্যাভিয়ার কেবরেরাও বলছেন লেবানন খুবই শক্তিশালী দল। তবে কমপক্ষে এক পয়েন্ট পেতে তার দল লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। ভারতে সদ্য শেষ হওয়া ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলেছে লেবানন। ফাইনাল ম্যাচে ভারতের কাছে হেরেছে ২-০ গোলে । টানা ম্যাচ খেলার ক্লান্তি আছে তাদের । এই সুযোগটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ ।জানিয়েছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ ও লেবাননের ম্যাচ শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল চারটায়।