আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সিরিজের লিড নেয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের  দ্বিতীয় ম্যাচে  নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।  ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। বৃষ্টির কারণে গতকাল সিরিজের প্রথম ওয়ানডে  পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে প্রথমবার এগিয়ে যাবার চেষ্টা করবে দু’দলই।

বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হবার আগে নিউজিল্যান্ডের উপর আধিপত্য বিস্তার করেছিলো বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ৩৩ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে সফরকারী নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর পর বৃষ্টির কারনে ৮ ওভার কমিয়ে ৪২ ওভারে নির্ধারিত হয় প্রথম ওয়ানডে। সেই  ম্যাচে দারুন পারফরমেন্স করেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স চিন্তা মুক্ত করেছে টিম ম্যানেজমেন্টকে। বাজে পারফরমেন্সে কারনে একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে গয়েছিলো মুস্তাফিজের। দলের প্রথম সারির বোলিং আক্রমনের অনুপস্থিতিতে বল হাতে জ্বলে ওঠেন মুস্তাফিজ।

নিউজিল্যান্ডের টপ-অর্ডারকে ধসিয়ে দিয়ে ৭ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন তিনি। ডেথ ওভারে তার বোলিং পারফরমেন্স ভালো থাকলেও নতুন বলে তাকে নিয়ে শংকা  ছিল। কিন্তু পাওয়ার প্লেতে ২ উইকেট নিয়ে শঙ্কা কাটিয়ে দিয়েছেন ফিজ।

মন্থর উইকেট দলের ব্যাটাররা যেভাবে ব্যাট করছে তাতে খুশি নিউজিল্যান্ডের অধিনায়ক লুকি ফার্গুসন। প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে ১৬ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন ২০০৮ সাল থেকে বাংলাদেশের মাটিতে কোন ওয়ানডে ম্যাচ জিততে না পারা নিউজিল্যান্ডের উইল ইয়ং এবং হেনরি নিকোলস। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ইয়ং এবং দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন নিকোলস।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.