বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছর শ্রীলংকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। আজ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগামী আসরে চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নিবে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ ‘সি’তে রয়েছে স্বাগতিক শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়া। গ্রুপ ‘ডি’তে থাকছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। ২০০৬ সালের পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলংকা।

আগামী ১৩ জানুয়ারি শ্রীলংকা ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপের পর্দা উঠবে। ৪ ফেব্রুয়ারি ফাইনাল নিয়ে শেষ হবে আসর। ১৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৮ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২১ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল উঠবে সুপার সিক্সে। যেখানে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপ থেকে সেরা দু’টি করে দল সেমিফাইনালে উঠবে। দুই সেমিফাইনালের বিজয়ী দল আগামী ৪ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে। আসরের ৪১ টি ম্যাচ কলম্বোর ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বৃষ্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশের যুবারা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.