ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপের আগে আজ শেষবার নিজেদের প্রস্তুত করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। গোহাটির আসাম ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। তবে এই ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। কারণ বৃষ্টির কারণে ম্যাচ পন্ড হয়ে যেতে পারে। এর আগে ভারত ও ইংল্যান্ডের ম্যাচও বৃষ্টির কারণে হয়নি। একটি বলও খেলা হয়নি ভারত ইংল্যান্ড ম্যাচে।
প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল। শ্রীলংকার বিপক্ষে দাপটে জয় পেয়েছে টাইগাররা। শ্রীলংকার ২৬৪ রানের টার্গেটে বাংলাদেশ জয় পেয়েছে ৪২ ওভারে। আর সাত উইকেট হাতে রেখেই। রান পেয়েছেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। বিশেষ করে লিটনের রানের বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর।
শ্রীলংকার বিপক্ষে ম্যাচে খেলেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। খবর রটেছিল ইনজুরিতে পড়েছেন সাকিব। আর তাই আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। পরে অবশ্য জানা গিয়েছে ইনজুরি গুরুতর নয় সাকিব আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন।