ধর্ষণ মামলায় ৮ বছরের জেল হওয়া লামিচানকে নিষিদ্ধ করলো নেপাল

ক্রীড়া প্রতিবেদক

ধর্ষণ মামলায় ৮ বছরের জেল হওয়া সাবেক অধিনায়ক লামিচানকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ  করলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। নেপালের সংবাদমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট এর প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডুর একটি আদালতের রায়ে জেলের পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে লামিচানকে। ৩ লাখ রুপি জরিমানা করা হয়েছে এই স্পিনারকে এবং ধর্ষন হওয়া ভুক্তভোগীকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আলাদত।

২০২২ সালের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনেন ১৭ বছর বয়সী এক কিশোরী। ধর্ষণের দায়ে গ্রেফতার হলে চার মাস কারাভোগের পর জামিন পান লামিচানে। গত বছরের ২৯ ডিসেম্বর লামিচানকে দোষী সাব্যস্ত করে আদালত। গতকাল লামিচানের সাজার রায় নিশ্চিত করে আদালত।

আজ লামিচানকে সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ  করেছে  সিএএন। তারা জানিয়েছে, আদালত থেকে শাস্তি পাবার পর সন্দীপ লামিচানকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হলো।দেশের হয়ে ৫১ ওয়ানডেতে ১১২ উইকেট ও ৫২ টি-টোয়েন্টিতে ৯৮ উইকেট নেন লেগ-স্পিনার লামিচানে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.