ক্রীড়া প্রতিবেদক
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সাধারণত প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন। ক্রীড়া মন্ত্রণালয় প্রথমবারের মতো কোনো মন্ত্রী পেল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। আজ বৃহস্পতিবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন ঘোষণা করা হয়েছে। সেখানে নাজমুল হাসান পাপনকে যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। তবে গুঞ্জন ছিল পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব দেয়া হতে পারে নাজমুল হাসান পাপনকে।
মন্ত্রিত্ব পাওয়ার পর নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দায়িত্ব ছেড়ে দেবেন কিনা এই প্রশ্নের জবাবে পাপন জানিয়েছেন, ‘বিসিবির সঙ্গে এটার কোন সম্পর্ক নেই। আগেও আমাদের অনেক মন্ত্রী ছিল যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশও আছে। কিন্তু সেটা ইস্যু না। আমার আগে থেকেই ইচ্ছে ছিল এই মেয়াদি দায়িত্ব ছাড়ার। যা শেষ হবে আগামী বছর । আমি চেষ্টা করব এ বছর শেষ করা যায় কিনা।’