ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়ন হওয়ার আগেই চ্যাম্পিয়ন হওয়ার মতো আনন্দ বাংলাদেশ দলে। ভারতের বিপক্ষে জয় সব সময় বাড়তি আনন্দ দিয়ে থাকে। যে ম্যাচটা মনে হচ্ছিল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হবে সেই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ে ৯২ মিনিটে সাগরিকার গোলে দারুন এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
আর এই জয় বাংলাদেশের মেয়েদের নিয়ে গেছে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে। এক ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকেট কাটলো আফিদারা। মেয়েদের মত কোচ সাইফুল বারী টিটু খুশি থাকলেও বিজয় উল্লাস করতে বারণ করেছেন তিনি। ফাইনালের জন্য সেটা জমিয়ে রাখতে চান সাইফুল বারি টিটু।
মেয়েদের পারফরমেন্সে খুশি বাংলাদেশ দলের হেড কোচ। ৮ই ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অথবা নেপাল। তার আগে আগামী মঙ্গলবার লীগ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।