বাফুফে সভাপতির বাসায় সৌজন্য সাক্ষাতে ক্রীড়া মন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এর বাসায় সৌজন্য সাক্ষাতে করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। বাফুফে সভাপতি হৃদযন্ত্রের সার্জারি করে বাসায় বিশ্রামে রয়েছেন। প্রায় মিনিট বিশেকের বৈঠকে ব্যক্তিগত পর্যায়ের আলোচনার পাশাপাশি ফুটবলের উন্নয়নের বিষয়ে কথাও হয়েছে।

সাক্ষাৎ শেষে নাজমুল হাসান পাপন জানান, ‘কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। উনি সুস্থ হয়ে একেবারে ফিরলে দেখব, এর মধ্যেও বলেছি কিছু কাগজপত্র পাঠাতে। বিশেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেন আর সময় ক্ষেপণ না হয় এবং বিকল্প খেলার জায়গা করা যায় কিনা সেটাও আমার বিবেচনায় রয়েছে।’ চলতি সপ্তাহেই বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যাবেন ক্রীড়া মন্ত্রী।

নারী ফুটবলে স্পন্সর এর অভাব হবে না বলে জানিয়েছেন নাজমুল হাসান এমপি। একই সাথে পুরুষ ফুটবলকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সাক্ষাৎকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার উপস্থিত ছিলেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.